বিধান সাহা- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্মৃতি অথবা আত্মভ্রমণ বৃত্তান্ত

পেছনে, রাইট সাইডে বসিয়ে গত-হয়ে-যাওয়া সুপারমুন দেখাতে দেখাতে ছুটে চলছে আট সদস্যের নোয়া গাড়িটি। ক্যাসেটে ‘জিয়া বেখারার হে…’ বেজে চলছে। তার সাথে কণ্ঠ মেলাচ্ছে সিফাত অথবা একই সময়ে ভ্রমণরত সকল সৌখিন পর্যটক। লেগুনায় ঝুলে ঝুলে ঘরে ফিরছে কতিপয় গৃহস্বামী। হেড-লাইটের আলোয় পাশ কাটাতে কাটাতে এইটুকুই দেখা গেল মাত্র। কিন্তু বোঝা গেল তারও বেশি। ফরিদ ভাই, অনুপ’দা কিংবা জানে আলম ভাই অথবা এরা কেউই নয় এই মুহূর্তে ছুটন্ত গাড়ীতে কথামুখর অথবা নিদ্রামগ্ন হয়ে আছে জগতের সকল ভ্রামণিক। নরসিংদীর ভেলানগর বাজারের মতোই কোন বাজারে নেমে হয়তো তারা হালকা নাস্তাও সেরে নিয়েছে কিছুক্ষণ আগে। গাড়ী ছুটে চলছে, ছুটে চলছে— একটা চাঁদ শুধু মুখোমুখি তাকিয়ে বহু বহু পুরনো স্মৃতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। 

ভৈরব ব্রিজের উপর দাঁড়িয়ে এইমাত্র একটা সেলফি তুললো একজন। সে হয়তো আমি অথবা আমার মতোই কেউ।

প্রকৃতি ভ্রমণের ভেতর দিয়ে মানুষ মূলত তার আত্মপ্রকৃতির ভেতর দিয়েই ভ্রমণ করে থাকে।

মন্তব্য: