খালেদ উদ-দীন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্বপ্নভেলা

সময়ের খুব কাছে শুয়ে আছে সভ্যতার সাদা লাশ

আকাশের মেঘ কিংবা রাতের গাঢ় অন্ধকার শেষ হয় তবু

পুরোনো রেলগাড়ির মতো ধুকতে থাকা বোধ হোচঁট খাচ্ছে বার বার

সময় এবং সময়ের আগামী বয়ে চলে অবিরাম। 

ভেসে আছে চিরায়ত স্বপ্নভেলা; সুন্দর আগামীর। 

সংস্কার

বাগানের গাছগুলোর মতো ঝিমিয়ে যাবার আগে

বাগানের ফুলগুলোর মতো ঝরে পড়ার আগে

চাই, তুমি আর আমি মুখোমুখি দাঁড়াই

আমাদের মুখের দাগগুলো চিহ্নিত করি-

একে অপরে। 

এভাবে নদীর গভীরে অথবা সহজ সমুদ্রপথে

কাঙালি মায়ের শাড়ি বদলাবার প্রয়োজনে

সাঁতরানো শুরু হয়। সাঁতরানো শুরু হয় উপর্যুপরি। 

গৃহবাসী মায়ের আত্মা শান্তিতে থাকুক

সীমান্ত বাহিনীর কাচাঁ বাজারে আঁচল উড়–ক পতপত-

আহ! আজীবন সংস্কারহীন থাকুক আমাদের বাঙালিপনা।

মুখোশ

তার চেয়ে এই ভালো মুখোশ পরে থাকা

মুখোশের আড়ালে দিব্যি জমে ওঠে নাটক

এপার-ওপার কেবলই পুরোনো ইতিহাস

আমাদের চেনাজানা সব কেমন যেন ধোঁয়াটে লাগে। 

আর কতকাল মুখোশের আড়ালে ঢাকবে তোমার মুখ

একবার খোল দেখি-ভেতরে ও বাইরে সে কী একই নাক-মুখ। 

মন্তব্য: