গালিব রহমান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মায়াজগৎ

মায়াজগতের খোলাসা ইতিহাস হাজির হলো 

                    ক্ষয়ে যাওয়া চাঁদের মধ্যাহ্নে

নিবুনিবু আলোয় তিন প্রহরের আকাশে দৌড়ায় বোরাকদল

সোয়ারিগুলো মানুষ নয় মানুষের মতো

বিরাণ গাঙের চরে চৈতির শেষ আগুন

                      খেয়ে ফেলে চাঁদের প্রহর

মানুষের মতো প্রাণিগুলো উল্লাসে ওপারের জান্নাতে

মানুষগুলো পড়ে থাকে মায়াজড়ানো এপারের জাহান্নামে

সম্পর্ক

যে হুরীগণ পুরুষের জন্য স্বর্গে থেকে যেতেছে

তারা জানে না মৈথুনের হাহাকার

পৃথিবীর লোভি মানুষেরা জানে

          ভোগের জন্য ত্যাগের মহিমা দরকার

বেসাতি

রাতের মাইকগুলোর এতো যে গুরুত্ব! 

       পৃথিবীর সন্তানদের কোনো মূল্যই থাকে না

নিজেকে জাহির করতে স্বর্গগ্রস্ত মৃত্যুর ধুয়া উড়ায়

কে পাঠে- কে শয়নে- কে রমনে-

প্রস্তুতকাল ক্ষয়ে যায় বেওয়ারিশ চিৎকারে

ধর্ম-বেসাতিরা পুনর্জন্মে খোমার লাবন্য পাবে না

মন্তব্য: