ইসলাম রফিক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নারুলী সিরিজ

১.

এই শহরে রাত হয়

এই শহরে দিন

এই শহরে তুমি থাকো

এই শহরেই ঋণ।

শহরের পাশে নদী আছে

নদীর পারে গ্রাম

সেখানেতে তোমার বাস

নারুলী যার নাম।

ভুলে গেছো বাল্যকাল

ভুলে গেছো পাঠশালা

ভুলে গেছো স্বপ্ন-সাধ

ভুলে গেছো জ্বালা।

আশায় আশায় পড়ে থাকি

যায় চলে যায় দিন

এই শহরেই তুমি থাকো

সেটাই বড় ঋণ।

২.

কী পবিত্রতায় তুমি থাকো

স¦প্নে বিভোর আমি

কী যন্ত্রণায় দিন কেটে যায়

নিত্য দিবসযামি।

কী জীবন দিলে তুমি

ফি বছর কেটে যায়

স¦প্ন এঁকে এঁকে।

কেউ জানে না, শুধু আমিই জানি

আমার নিরালা নারুলীতে থাকে।

৩.

আমার কিছু দুঃখ আছে

কিছুটা পাওয়ার, কিছুটা না পাওয়ার

আমার কিছু কষ্ট আছে

কিছুটা সুখের কিছুটা অসুখের।

আমার কিছু চাহিদা আছে

কিছুটা পূরণের কিছুটা অপূরণের

আমার কিছু লোভ আছে

কিছুটা নেবার কিছুটা দেবার।

আমার কিছু ইচ্ছে আছে

কিছুটা জ্বালার কিছুটা জ্বালাবার

আমার কিছুটা স্বপ্ন আছে

তোমার কাছে শোবার।

৪.

কিছু স্বপ্ন পথেই পড়ে থাকে

কিছু গল্প কখনো বলা হয় না

কিছু মানুষ অচেনাই থেকে যায়

কিছু ভালবাসাস পথেই হারিয়ে যায়।

আমার স্বপ্ন অস্থির হতে হতে

ক্রমশঃ মেঘ হয়ে যায়।

মেঘের ওপারে তাদের ঘর

স্বপ্নে সাজাই স্বপ্নের বাসর।

৫.

মাঝে মাঝে বাড়ী ফিরতে ইচ্ছে করে না।

এখনো মান অভিমানের জায়গা আছে

দুঃখ শোনার কিছু মানুষ আছে

বাড়ী না ফিরলে গভীর রাতে ফোন আসে

বাড়ী ফিরতেই হয়।

কোন কারণ ছাড়াই স¦প্ন দেখি

আর একটি বাড়ীর।

স্বপ্ন

সাধ

সংসার

যেখানে আটকে গেছে একুশ বছর।

মন্তব্য: