এস এম তুষার আলম- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিপ্লব

আমাকে খেয়াল করেনি কেউ সেভাবে কোনদিন

তবুও বেড়ে উঠেছি প্রতিকুলে 

যেভাবে ফেলে দেওয়া আমের আটি বৃক্ষে রূপ নেয়

নিঃশব্দে চলেছি পথ কখনো কোলাহলে নিশ্চুপ

ঘড়ির কাঁটার মত একটাকে ছাফিয়ে আর একটা…

কৈশোর এখনো আমার সঙ্গী, 

সেই হাত ধুলোমাখা

খালি পায়ে মাটির সঙ্গ এখনো আমায় টানে।

আমি এক নৈশব্দ্যের বিবাগী পুরুষ,

যুবতীর চাহনীতে গোপনে রাখিনি চোখ,

নিজেকে চিনেছি অযোগ্য ভেবে।

সমুখে আমার কত শত তান হারিয়েছে সুর

ভেলায় ভেসে কুড়িয়ে নিয়েছি নিলাম্বরের তালে।

কবিতার প্রচ্ছদেই আমাকে মানাত, ভালই বলত সবাই

রাখতে পারিনি গোপনতা আমার বেড়ে উঠার রহস্য ভরা গদ্যের ঝলকানি

বিদ্রোহ আমায় বেশি টানে আজ

তাই আড়মোড়া ভেঙ্গে বেরিয়ে এসেছি তোমাদের সভ্যতায়।

পথ যেদিকেই যাক আমি চলবো আমার পথে,

হয়ে যায় যদি কোন বিপ্লব 

তোমরা সেই পথ ধরে চলো। 

মন্তব্য: