নাসরিন আনোয়ার মুক্তি – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সুখ-দুঃখ

সুখের প্রেক্ষাপটে হারিয়ে যায় বন্ধন, আবেগময় অনুভূতিগুলো।

সুখের মোহে হৃদয়ের স্পন্দন থেমে যায়

দুঃখকে পিছে ফেলে-

গ্রাস করে ভালোবাসা, মায়া, মমতা, মূল্যবোধ, সব…

            হারিয়ে যায় কণা কণা স্মৃতি।

নিঃস্বার্থ, ভালোবাসা, ত্যাগ, ঐশ্বর্য ও জৌলুসের পায়ে মাথা ঠোকে

ফিরে আসে দুঃখ আপন মানসপটে।

সুখ, লেলিহান দীপশিখা জ্বলে অন্তরে

দুঃখ, হৃদয়ের দু’কুল ছাঁপিয়ে যায়।

সুখ নিজেকে জটিলতার নাগপাশে আবদ্ধ রাখে

প্রবাসী করে দুঃখকে।

সুখ-দুঃখ দুই সহোদর।

হৃদয় মাঝে

এ শুধু ফিরে ফিরে আসে

ভালোবাসা ভালোবাসা নয়

প্রেম প্রেম নয়, মায়া মায়া নয়

ফিরে দেখা, ক্ষণিক চাওয়া 

        নিছক আকুলি বিকুলি।

শুষে নেয় বিন্দু বিন্দু জমে থাকা অনুভূতিসব

বাইরে তার পলেস্তারা খসে খসে পড়ে

ভেতরে কষ্টরা বৃথা করে ঠুকাঠুকি 

        রক্ত ঝরে হৃদয় মাঝে

তা শুধু ফিরে যায়

হঠাৎ থমকে যায় ঝড়ো হাওয়া

        হৃদয় কুঠরে।

তা শুধু ফিরে আসে

    ভালোবাসা ভালোবাসা নয়

    প্রেম প্রেম নয়, মায়া মায়া নয়

        নিছক আকুলি বিকুলি

মনের ধূসর কার্ণিশে জড়ো হওয়া কিছু কথা

বিষণœ জীবনের সন্ধ্যে বেলা!

মন্তব্য: