ইসরাত জাহান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দুঃখের ডাকনাম মৃত্যু

সেলাই করা দুঃখ। উড়ুক।

ছাইয়ের মতো অন্ধ বাতাসের বাহুতে লেগে থাকুক।

দুঃখের ডাকনাম মৃত্যু।

দুঃখের যতো গভীরে ঢুকি; ততোটাই নিশ্চুপ হয়ে যাই।

ভাষাহীন শব্দ সবচেয়ে বেশি শক্তিশালী

অনুধাবনহীন গ্রন্থ সবচেয়ে বেশি ভয়ংকর।

ক্ষণিকের আবেগ! স্পর্শের অতীত। বন্ধকী রত্নাকরের দোকানে রূপোর মতো।

বাস্তবতার বাতিস্তম্ভ। ঝুলে থাকে আপ্ত কথারা।

জীবন একটা অনুদঘাটিত অনুভূতির নাম।

শূণ্যে পতিত হই

লো ভোল্টেজ। কুয়াশাবাড়ির আঙিনায় নামতাপাঠ।

শট সার্কিট। আগুন- আগুন সঙ্গমে ছুরির জন্ম।

পাপ। প্রক্ষালন। ইরেজারে গোটা অক্ষরে প্রতিচ্ছবি।

জন্ম কিংবা মৃত্যু। হয়তো একই।

চোখের ভাষা। বুকের ক্ষরণ। উল্লাস।

জ্ঞান। অভিশাপ। সমান।

সময়ের বাহুতে ভর করে চলে দূরগামী পাখি।

ভেঁপু’র শব্দে ঘুম ভাঙে বৈকালিক মাঝির।

বাস্তবতা কল্পনা অপেক্ষা ক্ষুদ্র!

মিথ্যার প্রভাব তবু অলৌকিক জাদুর মতো;

ক্ষুদ্র চোখে তা উপলব্ধি বড় কঠিন।

শূণ্য থেকেই যদি তৈরি হয় সবকিছু!

শূণ্যজন্মের কসম;

চলো শূণ্যেই পতিত হই।

মন্তব্য: