আফরোজ জাহান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অপ্রাপ্তির কলঙ্ক মুছে ইচ্ছের ইরেজার

কখনো এমন হয়, একরাশ আনন্দ আর গভীর বেদনা

জীবনকে জড়িয়ে ধরে ভীষণভাবে, 

আমাদের প্রিয় ইচ্ছেগুলোকে অগুনতি না-কে মোকাবেলা করতে হয়।

কখনো দুর্বিসহ যন্ত্রণায় বিদ্রোহ করে বসে

কখনো বিজয়ের মুখে অট্টহাস্যে মুখরিত হয়

কখনো পরাজয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিস্তেজ হয়ে পড়ে একেবারে

ধৈর্য সঞ্চয় করে আবার উঠে দাঁড়ায় অপ্রাপ্তির কলঙ্ক ভাঙতে…

তাকে দাঁড়াতেই হয়, বিধ্বস্ত রাবণের মত

যুদ্ধ চালিয়ে যেতে হয়, 

প্রতিদিন ইচ্ছের ঘুম ভাঙে হাতে বেড়ি, পায়ে বেড়ি নিয়ে

ইচ্ছে ঘুমোতে যায় ক্লান্ত বিষণ্ন সজল চোখে

বাস্তবতার তীব্র ভাঙনের মুখে, ইচ্ছেকে খুঁজতে হয় আশ্রয়

বৈষম্যের লীলাভূমে সাধ আর সাধ্যের অশ্লীল কলহে 

              ইচ্ছেকে লাঞ্ছিত হতে হয় ।

সেই না কখনো বিশাল অজগর হয় 

নরম তুলতুলে ইচ্ছেকে গিলে ফেলতে ধেয়ে আসে

প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয় ইচ্ছের চালাঘর

আবার ইচ্ছে চোখ মেলে হাসে রবির কর।

মন্তব্য: