অদিতি বৈদ্য প্রামাণিক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আমি তোমারই

এই বহ্নিশিখা আমি তোমারই

যার তাপে ধীরে ধীরে 

নিজেকে তুমি গরম করো,

আমি তোমার সেই হাওয়া

যার স্পর্শে অল্প অল্প করে

শীতল করো নিজেকে।

সেই ভোর আমি তোমার

যার আশায় তুমি থাক

আমি সেই সকাল 

চোখ মেললেই যাকে তুমি দেখো।

আমি তোমার সেই দুপুর

আপন করে পাও তুমি যাকে,

সেই বিকেল আমি তোমার

যাকে তুমি হারাতে চাওনি কোনদিন।

সেই সন্ধ্যা আমি তোমার

যা তুমি ফিরে পেতে চাও বারবার

আমি অগ্নিঝরা রাত

যার আলোয় নিজেকে তুমি প্রকাশ করো।

আমি তোমার সেই রং

যাকে তুমি মাখো সারা গায়, নিজের মত করে

সেই তুলি আমি তোমার

যাকে তুমি নিজের মনের মাধুরী দিয়ে আঁকো

আমি তোমার মনের সেই ছবি

যা তুমি পারবে না মুছতে কোনদিন

হ্যাঁ, আমি তোমারই- শুধুই তোমার।

মন্তব্য: