রেজাউল করিম – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

উসকানি

ভেবেছিলাম, রাসভারি কথামালা কবিতা

অসীম প্রতিভায় লেখা কথাই কবিতা

ভেবেছিলাম ছন্দের খেলা কবিতা

ভাবিনি, অস্তিত্বের জন্য বাঁচার তাগিদে

       দেহকে বিকিয়ে দেওয়াও কবিতা।

ভেবেছিলাম, বিলাসী মানুষের বচনই কবিতা

আহ্লাদে আওড়ানো বুলি কবিতা

মঞ্চের শ্রুতিমধুর উচ্চারণই কবিতা

বঞ্চিত কুলির মুখে অশ্রাব্য ভাষাও তো কবিতা।

আসলে, 

চেতনার দুয়ার উসকে দেয়া প্রতিটি উদ্দীপকই কবিতা

মন্তব্য: