আবু বাসার আখন্দ – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আছি এখনো দাঁড়িয়ে

তুই দেখে যা

    এখনো আছি দাঁড়িয়ে

বিকেলের প্রলম্বিত ছায়ায় মিশে গেছে রাতের আলো

রিকসার টুংটাং শব্দের নিস্তেজ বিষণ্ন ব্যথায়

কাঁচারির মোড়ে সেই চা বিক্রেতা

            সেও ফিরে গেছে।

চশমার দ্বিগুণ ওজনে আলোর ঝলকানি ঢের 

তবু ফিরে যাওয়া পথের দিকে নিষ্পলক

          এখনও নামেনি ক্লান্তি

আরো একটি নতুন দিনের অপেক্ষায় দেখে যা;

        আছি এখনও দাঁড়িয়ে।

মন্তব্য: