সোহেল সবুজ – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অঙ্গীকার 

পৃথিবীর অপ্রতিরোধ্য শাসন

    নিয়নান্ত্রিত জীবন যন্ত্রণা

ভয়াবহ অন্ধকার ও নাইট্রোজেন

        একদিন বাষ্প হবে।

কবিতাশিল্পের নরোম সুতোয় 

     গেঁথে দেবো তোমার রঙ্গিন চিঠি…

পার্থনা 

কাউকে না বলেই চলে যাবো একদিন

আর কোন অপ্রয়োজনীয় অপেক্ষার মুখোশে

লুকাবোনা নিজেকে। 

অনাথের মতো ছুটেছি আলো ভেবে

তোমাতে ভরে গেছে শুধুই আঁধার 

নেশাতুর চোখে চেয়ে দেখোনা একবার 

        আমার বিরহতার গভীরতা

কতো স্বপ্ন স্টেশনে অপেক্ষারই কোন অভিমান-

অভিশাপ নেই,

তোমার উঠোন ভরে যাক কলমীলতায়…

মন্তব্য: