রিফাত বিন নুরুল – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

চিত্রোপম

ঢের দস্তখৎ অথবা যথাযথ খরচের 

সংবিৎ হারানো, রাং। কাগজের হোক

অথবা যেভাবেই থাকাকালীন বরং

হরগুলো সাঁজাই। দেহের কান্ড করা, 

প্রচুর সরবরাহ করে একমত হওয়াকে 

যখন পশুপাখিদের মধ্যে একজোড়া 

স্ত্রীপুরুষ একটি

যেমন ইন্সপেক্টর

সুরৎ আঁকা। সমূলে যে ঢপ, ভার অপহরণ করা 

খুবানির নিচে পড়ার থেকে। অত্যল্প নির্মোক থাকা 

যা কিছু পঙ্কিল, অর্থাৎ মানুষের অসীম, লটারিতে

পাওয়া এইরকম যতটুকু তাদের সুরৎ। কলুষ ছাড়া 

স্বভাবের যারা, উত্তোলন করতে থাকে চিৎকার আর 

আগর। সপুষ্পক উদ্ভিদের সাথে তুলনা করে

মন্তব্য: