সাগর জামান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সময়ের জীবনপাঠ

চারপাশে এতো দেয়াল, এতো কান্না, এতো মৃত্যু

জীবনের দুরন্তপনা, ছুটছে দ্রুতগামী সময় অথবা জীবন, 

জীবনের জন্য সময়ের এতো অভাব কেন এখানে?

              আকাশ দেখার অবকাশ নেই আর।

জীবনের চঞ্চলতা, কিংবা অভিলাষী যাত্রা

অনাবৃত আকাশটাকে ঢেকে দিতে চায় উপেক্ষার চাদরে

আকাশ কালো অভিমানে ভোগে, বেদনায় নীল হয়

অবারিত রোদ ছড়িয়ে সহসা হেসে ওঠে,

        রাত্রির অন্ধকারকে বুড়ো আঙুল দেখায়।

অথচ মানুষ নির্বিকার ছুটে যায়

এখন জোছনা শোভিত আকাশটাকেও দেখে না আর।

মন্তব্য: