ইব্রাহিম মোনাল- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নতুন দৃশ্যায়নে

কুয়াশার চাঁদর সরিয়ে ফ্রেমে হাসবে অন্য আবেশ

এমন দৃশ্যই ক্যামেরাবন্দী করতে চেয়েছিলাম

অযাচিত কারো আগমন ঘটবে

        চিত্রকল্পে লেখা ছিলোনা এমন।

দৃশ্যায়নের ফ্রেমিং পালটে গেল মুহূর্তেই…

চেয়েছিলাম রোদেলা দুপুর হাসবে;

প্রস্তুত ছিলে হয়তো তুমিও

অনাকাঙ্ক্ষার খণ্ড খণ্ড মেঘ ক্যামেরার ফ্রেমে উঁকি দিলে

দৈবাৎ হারিয়ে গেল চিত্রায়নের ভাবনাগুলো;

            তুমিও বদলে গেলে…

তারপর

স্নিগ্ধতার পরশে আঁকা হলো নতুন চিত্ররূপ

তুমি এলে না

     রোদেলা দুপুরে

        পুরনো হাসিতে

            নতুন দৃশ্যায়নে…

মন্তব্য: