শাহাদত হোসাইন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

রাত্রিপুর

যে দারুণ আঁধারে জন্মালো এ রাত্রি

দৃষ্টির নখাগ্রে যার মৃত্যুর মতো আবহমান ব্যাথা 

তার দেহে লেগে আছে জীবনের সব দাগ!

তার ঘামে মুছে যায় আলোর দ্বীপ 

নিভে যায় সব রং গাঁঢ় হয় রাত্রি

নির্ভীক দেয়াল ভুলে গেলে ব্যবধান

শ্মশানের জলও গড়িয়ে পড়ে কবরে!

নিয়ত প্রহর শেষে

যে পথে ফিরে আসে কাক রং ত্রিশূল চড়ে

সে পথেই চলে যায় সব সত্য রাত্রিপুরে।

ক্ষুধার্ত রোদ্দুর

ক্ষুধার্ত রোদ্দুর

শুষে নেয় সব জল, পিঁপাসা মেটে

বিক্ষিপ্ত তাপে মেটে অপূর্ণতার গ্লানি

পূর্ণতায় কেবলই জীবন, আরাধ্য সব

নিশাচর খোলা পথ, শূন্যতার ঘোরে হাঁটে!

মিহিজলে উড়ে যায় বাষ্পীয় ঘাম

ক্ষুধার্ত রোদ্দুর চেয়ে দেখে জ্যোৎস্নাজল!

স্নান সেরে উঠে আসে, খালি প্লেট

    দরজায় কড়া নাড়ে অম্লান চোখ!

মন্তব্য: