যাকির যাপন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অসময়

তবু মাঝেমাঝে বিকেল পড়ে যায়

ফুঁটতে শুরু করে সন্ধ্যা- সন্ধ্যা মালতীরা

বড়ই অবেলায়

অবলীলায়

শোকে

অথবা অসুখে

তরঙ্গিণী

আর কিছুক্ষণ

হয়তো

ফুঁটবে এখনই বেহেশ্তের ফুল

মানে সত্যে

মানে তুমি ও আমি

মানে আশ্চর্য্যে ঈশ্বর

অথচ

তরঙ্গিণী উঠে গেলেঅন্ধকারে

অন্তরঙ্গ

তরঙ্গে

শব্দ নয় গন্ধ নয়

পাখিরা উড়ে যায়

মানুষ মানুষকে বাজায় চিরকাল

না জেনে

মন্তব্য: