শামীম খান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই সময়

সড়কে মৃত্যুদূত

পোশাকী মাছ গিলে খাচ্ছে জলের স্বচ্ছতা

এখানে এখন ফুল শয্যার রাত্রি নেই

দিন-দুপুরে নমরুদ প্রেমিক খোড়ে প্রেমিকার প্রলুব্ধ শরীর-

          অক্ষম প্রজননের নিষ্ফল পৌরুষে।

কংক্রিটের ভেতর যারা গড়ছে নগর সভ্যতা

সবুজ তাদের কাছে সস্তা সদাই-

কখনো রঙের পেন্সিলে কখনো জলের স্কেচে গাঢ়

কখনো কথিত সুরক্ষার ডিপফ্রিজে জড়ো

তবে কি মানুষ এখন কেবলই পিক্সেল ডটÑ

            মাংশাসী প্রাণী উদ্ভট?

তুমি যাকে দেব ভেবে পূজারী-

কালের অজাত খেয়ালে এখন সে অস্পৃশ্য কেউ

শহরের মোড়ে মোড়ে রাজনীতির ভ্রান্ত খতিয়ানে মোড়া মুখ-

ভীষণ ভয়ংকর!

একদা মিছিলের যে চোখে জ্বেলেছিল বারুদ কেউ

একদা মিছিলের যে হাতে পুরেছিল আকাশ কেউ

লোভের তাণ্ডবে সেই চোখ আজ হলুদে বরবাদ

হাতগুলো বেশ্যার দালাল-

গলিপথে রাত কাটিয়ে অসভ্য সঙ্গমে প্রতিদিনই করে নষ্ট আতাত।

মন্তব্য: