কাজল খোন্দকার- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আমরা জিততে চাই

প্রতিটা সকাল আমার ঘুম ভাঙ্গে একরাশ প্রত্যাশা নিয়ে

আজ বুঝি সব ঠিকঠাক

না কোন কিছুই বদলায় না, যেমন বদলায় না আমাদের ভাগ্য।

রাতের আঁধারে আমাদের জীবনের অংশ, ভালোবাসা পেতে চায়

উঁকি মারে মনের ভিতর ভুল করে

আমাদের ভবিতব্য আমাদেরই নিজ হাতে গড়া।

অপেক্ষা করি একজন নুরলদিনের

কেউ যদি ডেকে নিয়ে যায় একসাথে

আমার একা একা চলতে ভয় করে

প্রতিদিন একটু একটু করে আমরা একাকী হই…

কামখ্যা আমাকে ডাকে যদি পাওয়া যায় কোন বিদ্যা

সে বিদ্যার জোরে আমি জিততে চাই।

তা সে যে কোন প্রকারে, তবে আজকের মতো করে নয়।

আমরা জিততে চাই আমাদের জন্য।

নুরুলদিনের মত করে ডাক দিয়ে এগিয়ে যেতে চাই।

                আর আমরা জিততে চাই।

মন্তব্য: