বীরেন মুখার্জী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দুঃখ করো না

নদীর প্রসঙ্গে- মনে পড়ে নিঃসঙ্গ মানুষের মুখ

যাদের ছুঁড়ে ফেলা হয়েছে বিনাশ সমুদ্রে…

দুঃখ করো না অরণ্য, জলাভূমি-

কুয়াশাপৃষ্ঠার ওপারেই বসন্তের প্রত্যুষ প্রতীক্ষারত;

একদিন ঠিক দূরীভূত হবে বিরহ জঞ্জাল

দু’তীরের সম্রাজ্ঞী বাগান ভরে যাবে বাদামী ভ্রমরে,

পুষ্পচঞ্চলতায় হেসে উঠবে আবাসসমগ্র;

এখন তো অবগুণ্ঠন খোলার সময়…

এড়িয়ে যেও না জরাজীর্ণ আগামী-

সময়ের বিপন্নতা সরিয়ে প্রমাণ করতে হবে, তোমাকেই

কতটুকু শক্তি ধারণ করেছো- আমূল পাল্টাতে

জানুয়ারির কবিতা ১

বাতাসের অনুভূতি খুলতেই তোমার নামের গেরো-

এইখানে শীতরাত্রি। জঙ্গলের পাশে- এইমাত্র,   

উন্মুখর হলো যে, অ-শোক, তার পরিভাষাবিশ্ব

কল্লোল ছড়িয়ে উঠে এলো ফের,

মাধুর্য নয়- বর্ণনা নয়- সুসজ্জিত মায়া এক!

প্রাক্তন হাওয়ার আগে- ধারণ করেছিলে তুমিও- গতিবিম্ব;

দুর্বোধ্য, কাল্পনিক রেখার পাশে-ই সেঁধিয়ে ছিলে, অথচ- 

উষ্ণতার আলিঙ্গন থেকে ছিঁটকে গেল রক্তাক্ত শরীর

যুদ্ধচেতনার ওই রাত, আজও উড়ছে দেখো- পরিত্যক্ত ইশারায়;

সেই ভঙ্গুর ও প্রাচীন অভিনিবেশ মান্যতা পায়নি বলে

ঝাঁক ঝাঁক উচ্চাশা উড়িয়ে যাচ্ছি, সুদূরের লোভে;

চোখে এঁকে বিশ্ব-ভূগোলের অচেনা গোলার্ধ-

মন্তব্য: