বাদল ধারা – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কার্বন ডাই অক্সাইড

খনিজ আঁধার থেকে

বের হয়ে আসলো ব্যক্তিগত সময়লিপি

সময়লিপির বুক থেকে জেগে উঠলো একটি নিষদ্ধ ফুল

অক্সিজেন প্রতিভায় ফুলটি

পুড়ে যাচ্ছে

পুড়ে পুড়ে ঝরে যাচ্ছে  ডুবে যাচ্ছে ডার্কমেটারে

আর আমার সমস্ত প্রেম

কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে যাচ্ছে অনন্তের দিকে

সমস্ত ব্লাকহোলের নেশা জমে উঠছে চোখে

আমার শরিরের প্রতিটি কোষ থেকে

প্রতিনিয়ত উড়ে যাচ্ছে হিগস্

নিউরনের সিন্যাপাসের কার্নিশ ধরে

বইয়ে যাচ্ছে অন্য এক উন্মাদনা

একটি সোনালী কম্পাসের নীল তীর

ভুল তেজস্ক্রিয়ায় পুড়ে পুড়ে

আমাকেই আবিস্কার করে আমি পুড়ে আছি

আমি কার্বন হয়ে আছি

অসীম

অমীমাংসিত কলংকের দাগ হয়ে আছি তুমিও তোমাদের মাঝে

শূন্য অথবা এক অথবা শূন্য… 

০.০৪ + ০.২৩ + ০.৭৩ = ১

১ খুবগুরুত্বপূর্ণ, আর ১ এর অস্তিত্বের পূর্বশর্ত ০

০ আরো গুরুত্বপূর্ণ, কারণ ১ এর আদি ও শেষ পরিণতি ০

তাই, প্রার্থনা ০ জেনেও

১ দাঁড়িয়ে থাকে কার প্রতীক্ষায়

১ ক্রমাগত ০

০ হয়ে যাচ্ছে,

হে শূন্য প্রার্থনা

শূন্য গহ্বর থেকে বের হয়ে আসছে

আমার পোষা ইঁদুর, বিড়াল ও সবুজটিয়া…

মন্তব্য: