নিষাদ নয়ন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অলীক চুম

যদি স্বপ্নের শুশুক আমাদের ধরে নিয়ে যায়

অথবা বহিরভূত কেউ দিয়ে গেলো একটুকরো জীবন

এভাবে অনেকবার ভেবে দেখি কিঙবা দেখা যাক

স্বপ্ন আর জীবন থেকে মনের নকশি আঁকা যায় কিনা

অথচ কেউ কেউ অলীক বোতলের গন্ধ

কিঙবা নুনিয়াঘামে মিশে

তাদের তুমি আর আমি মিলিত হই

একই শরীর ভেবে

এই যেমন শুশুকে সারঙ মিলনকালে

ঢুকে পড়ে একই দৃশ্যের যোনির ভিতর

এইসব স্বপ্ন কিঙবা বাস্তবিক হলুদ বালুচর

কেউ দশদিকে দেখি নি…

মনতুরা

অনামিক পাখির। অচেনা সুর। নিয়ে আসে। অন্যদিন। সে আর সে। আবার আসবে ফিরে।  অহেতুক শটিফুলছ বুকেই ঝরে যায়। আর আমাদের শীতকাল চলে যায়। সুপারি গাছের ফাঁকফুকুর ঘুরে। শীতকাল চলে যায়। দখিনে। সুপরনা, কবে আর কবে দেখা হবে…

উড়ে আসে। পেট্রোলপোড়া মিটশেফ থেকে। মিষ্টিমিষ্টি ঘ্রাণের কথাকলি। আর উনোমোনা দিনের গোঙানি। দেগে দিলে। মনের ভিতর। রগড়ে খেলে বেড়ায়। স্বপ্নাতুর দুপুর। আর অলস ভাতঘুম। এই সুখশয্যা। উদোম চড়াই।

পেরিয়ে আসে। উত্তর হাওয়ার দিন। দখিনে সমুদ্রঘন। শীতকাল। চলে যায়। সুপরনা। বারবার শীতকাঁটা খসে যাবে। আর অপেক্ষার জন্য থাকবে না কেউ…

মন্তব্য: