তনজিম আতিক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মিথ্যা আশ্বাসের আয়ু

তুমি ক্লান্ত হয়ে পড়লেই কার্যকর হবে মৃত্যুদÐ

সাবধান করবার জন্য নয়, তোমাকে 

জানিয়ে দেওয়া হলো চুড়ান্ত সময়সূচী

সেই থেকে ক্লান্তি মুছে গেছে চিরতরে

আর তোমার মুহুর্তের ইশারায় গজিয়ে 

উঠেছে আস্তাবলের ঘোড়া,

যে কিনা হেঁটে আসবে সময়ের পায়ে পায়ে।

সেদিন থেকেই মানুষ

মৃত্যুর উত্তরপর্বেও বয়ে বেড়ায় মিথ্যা আশ্বাসের আয়ু

উৎসব

কুয়াশার কঙ্কাল বিদ্ধ করা বুলেট

বুক পেতে নিতে জানে এই শান্ত সময়

রক্তের স্বাদে জিব যখন পরিপূর্ণ আমাদের

আমরা হাঁটি পাশাপাশি

রক্ত কিংবা চাহিদামাফিক মাংসের সুক্ষ পরিমাপে

আর বলি- এই আমাদের বন্ধ আচারের উৎকৃষ্ট নিদর্শন

শান্তির জন্যে, কী আমার কী তোমার,

অপরিহার্য রক্তের হোলি উৎসব 

মন্তব্য: