নাসরিন আনোয়ার- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সাম্প্রতিক ভাবনা

সাম্প্রতিক চেতনায় উদ্বেলিত আমি-

নিজেকে হারিয়ে ফেলি বর্তমানের ছোঁয়ায়

খুঁজি নিজেকেই 

      এই বাংলার পথে-ঘাটে, হাটে-মাঠে

সবুজের সমারোহে…

ঝকঝক কংক্রিটের রাস্তার প্রান্ত ঘেসে ঘেসে

বেদনার পথ হেঁটে হেঁটে

পৌঁছে যাই এক অন্ধকার পর্বতগুহায়

থ্যাতলানো বিবেককে জিইয়ে

    অতীতের শেকড়-বাঁকড় উপড়ে ফেলি।

অবশেষে প্রাপ্তি শুধু প্রাণহীন বেঁচে থাকা,

তবুও যাত্রা আমার থেমে থাকে না

আমি ছুটে যাই সাগরের বিশালতার কাছে

এক অনগ্রসর সময়ের কাছে দায়বদ্ধতা ফেলে

নিজেকে হারিয়ে খুঁজি নীল আকাশের নীলিমায়।

আমি এক স্বপ্ন সওদাগর

প্রত্যাশা শুধু এক রোদ ঝলমল সোনালী আগামীর। 

যন্ত্রণার বীণা

আধো ঘুম আধো জাগরণে

ক্ষণিক হারাই দুঃখ, ক্ষণিক হাসি

আলো আর আঁধারিতে হারিয়ে যাক বেদনা যতো

এ কোন সুখ বুঝি মিশেছে অন্তরে অবেলায়

সে বুঝবে না

বুঝবে না এ যন্ত্রণার বীণা ফেলে এসেছি, সাগরের বুকে

    নিঝুম ঢেউয়ের পাশে পাশে মেঘেদের ওপারে

ফিরবো না

ফিরবোনা আর অতীত আস্তাকুঁড়ে।

মন্তব্য: