আসমা আক্তার রুমা- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আহত অতীত

শারদীয় সাদা মেঘ গিলে খায় সাঝের তিমির

আমার হৃদয় 

      যেন স্বপ্নভাঙা নীড়

কষ্টেরা ফিরে আসে বার বার

বাকহীন আকাশে খুঁজে ফিরি সান্ত¦না

    শুধু এঁকে যাই কষ্টের আলপনা।

হাজার যোজন দূরে হারাতে চাই আমি

কারো স্পর্শে 

থমকে,

চমকে দেখি

ফিরে ফিরে আসে কেবল আহত অতীত।

প্রেরণা

তুমি আমার প্রেরণার উৎস

নায়াগ্রার উৎসমুখের মতো-

    প্রশংসার বাণী উৎসারিত

         তোমার চোখের ভাষায়।

ফিরে যাই কয়েকশো বছর দূরে

সেই উদয়নের কণ্ঠ বাজে কানে

বাসবদত্তা, সহধর্মিনী নও

        প্রিয় শিষ্যা হয়েই থেকো…

মন্তব্য: