মিরাজ হোসেন- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ছন্নছাড়া

মুখোশ নেই

তবু নিজেকে আড়াল করি

স্বপ্ন নেই

আকাশে ওড়াই স্বপ্নঘুড়ি।

তুমি তো বোঝ না

যা দিয়েছিলাম কাল

দিতে পারবো না আজ

মনের ভেতরে চলছে আকাল।

শীতের রোদ কেন এমন

       কেন সবকিছু ছন্নছাড়া?

কিছুই বলার নেই আজ 

সীমানা ভেঙে মনের ভেতর বইছে-

        জলের নহর…

জীবন থেমে নেই

সুতো কাটা ঘুড়ি

পড়েছিল আমার চিলকোঠায়।

সব কথাই পুরনো

নতুন কথার কাছে আটকে যাই

        শেষ হয়না বলা কিছুই।

কুড়িয়েছি রোজ রোজ

কিছু কথার বকুল।

জেনো,তুমি নেই

তাতে জীবন থেমে নেই

বাতাসের সাথে ঝগড়া করি প্রতিদিন। 

মন্তব্য: