কমল হাসান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

চেতনার দ্বার

নিভৃত চেতনা অন্তর্মুখী  মৌন

        যাপিত জীবনের বহতা সময়

প্রজাপতিডানায় ঘাসফুল পিপাসা 

আলো আধারি উঠানে, শঙ্কাগুলো 

ছিপিখোলা বোতলের ফেনিল ধারায় দর্পিত-

শুভ্র কুয়াশায় হারানো দেয়ালে

কাঠকয়লার আখরে অবয়ব প্রকাশে প্রানান্ত

বিস্ফোরিত হৃৎপিণ্ডের পেলব মাংশে উষ্ণতা

হৃদয় আর মন কি 

              আলাদা কুঠির?

অধোমুখ বালিকা

চঞ্চলা হাওয়ায় বয়ে যায়

        ঝরাপাতার মর্মর-

জানালার শার্শি গলে উত্তাপ ধ্বনি

ঘুম জাগানিয়া সময়

নিশুতি পর্দায় আধার ধোয়াশা

রঙ চুইয়ে ভেজা শীতার্ত বালিকা

কাপা হাতের ছাপ, রঙ্গিন জমিন

    আধো বোলে ব্যক্ত অভিমানী।

মন্তব্য: