অতীন অভীক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সূত্র

উৎক্ষিপ্ত একটি ডানা  উড়ে পড়ে  সসীম সীমায়

অযান্ত্রিক মানচিত্র পটে 

অনেক নিঃশ্বাস প্রীতি  পেয়েছিলো

জন্মাবধি প্রেরণার কালে

কাল তো কালির আত্মা  অন্ধকার

যোজন যোজনা পরে নিবিষ্ট চিত্ত  

প্রয়োগপূর্ণতা  অন্তিম

ডানা হতে প্রাপ্ত বোধ অসম্পূর্ণ

ডানা হতে প্রাপ্ত বোধ সম্পূর্ণ

     ডানা হতে প্রাপ্ত বোধ অসম্পূর্ণ

অতএব

অনেক জানার মতো  অনেক অজানা

উৎপন্ন প্রেম সৃষ্ট সর্বময়

সর্বময় হতে সর্বশেষ

অতঃপর ধূ-ধূ 

নেত্র বিচার্য জ্ঞান শঙ্করায়ণ

আত্মা বিশ্বাস পূর্ণ অবিশ্বাস্য 

রূপকল্প

তৃষ্ণা অমল কান্তি        রোদ্দুরের খোঁজে

ভেঙেছে অনেক পথ    পরিক্রমা

স্বকালে সজন এনে    গাত্রগান অঙ্গারিত

তোষক স্নান সেরে    জ্বরে নৃ-তাত্ত্বিক

বানর বয়স হতে        এ অক্ষিপট অভিজ্ঞাত

উৎসপ্রেক্ষণ নির্ধারক নবায়ন বীথি

কথা ও গানের ভিতর    পার্থক্যজনিত সামান্যতা

নুন প্রয়োগের সফল সৃষ্ট    লাবণ্য পরিচয়েরই রূপ 

মন্তব্য: