মিয়া ওয়াহিদ কামাল বাবলু – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আসুন, অবিরত সত্য উচ্চারণ করি

হে কবিতার বালক বালিকা

সোনা রং মেখে সুনসান আঙ্গিনায়

বসে আছেন সত্য উচ্চারণের জন্য

মহান সমাবেশ থেকে মাইক্রোফোনে

সারমেয় ভাষণে ছড়াচ্ছেন সুগন্ধি আতর।

হে শব্দশিল্পী

পাঞ্জাবীর পকেট থেকে মুঠো মুঠো স্বপ্নের রাংতা নিয়ে

 রোদেলা উঠোন

    শস্যময়ী মাঠ

        নাব্যতার নদী

            জলবতী বিল-বাওড়ে

পংক্তিমালার সদম্ভ পাঠ

এবং

কবি তার হলুদাভ আঁচলে বেঁধেছেন বিরহের গান

পরম্পরায় নিগূঢ় দুঃখ আর বিলাসী সুখ ভাগাভাগি করেছেন

আজকের স্বর্ণময়ী দিনটি লেখা থাকবে ইতিহাসের চৌকষ পাতায়।

সমবেত ঘোষণাটি জ্বলজ্বল করবে-

                কবিদের মনন-মানষে।

হে নগরমানব

ফিরে এসেছেন আজ এই লোকালয়ে

গৃহপালিত কবিদের মতন

সবকিছু ছেড়েছুড়ে কাব্যময় ট্রেনে 

কেবল উঠে পড়ছেন আজ

সত্য উচ্চারণের জন্য

    সৃষ্টির পরমায়ুর জন্য

তাই আসুন, অবিরত সত্য উচ্চারণ করি।

মন্তব্য: