মুসাফির নজরুল- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মাথাভাঙা

মাথাভাঙা গাঙপাড়ের শত শত রাজহাঁস

পাখা ঝাপটায়। সকাল, বিকাল, গোধূলী

পেরিয়ে সন্ধ্যা নেমে আসে ডানায় ডানায়

গুঞ্জন-কলরব ম্লান হয়, ম্লান হয় সন্ধ্যাতারা। 

দর্শনা চিনিকল হুং হুং সাইরেন ধ্বনি বাজায় বেশ 

আপন নিয়ম ভাঙে, ভাঙে হাসের পালক গাঙের ঢেউয়ে 

বিরামহীন স্রোতের টানে ভাসে কেউ কেউ অকুল পাথার

ভেসে যায় আপন স্রোতে বেপরোয়া বেসামাল।   

মন্তব্য: