মিরাজ হোসেন- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নরক যন্ত্রণা

নীল জোছনায় তারা খেলে ধূসর বাদামী লাটিম খেলা

দুঃস্বপ্নে কাটে পলকহীন কুমারী আত্মা

মাসান্তেই বন্ধ হয় তার একটি ঋতুস্রাব

সারা শরীরে চিকচিক করে ভ্রমনের অঙ্কুরোদগম

তনুর তিমিরে ভাসে কুমারীর অশুভ লবণ

অথৈ সমুদ্রে ছোটে ভ্রæণের জন্মদাতা দু’পায়ে মাড়িয়ে সবুজ

আনমনে গোনে নীলিমার অগনিত তারা…

নষ্ট কুমারী মাথায় ঢালে কলঙ্কের অনল

        হিসেবের ভুল খাতায় যোগ হয় নরক যন্ত্রণা।

মন্তব্য: