কাব্য মোস্তফা- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সময়ের বিষটোপ

যাদের চোখে দেখেছিলে পবিত্র সকাল,

স্বর্গীয় পৃথিবীর স্বপ্ন- চোখ ভেঙ্গে গিয়ে 

সে স্বপ্নগুলো ধোঁয়ার কুন্ডলিতে উড়ে যায়।

আমরা চাইনি যুদ্ধবাজ আকাশ আর 

মৃত্তিকার শ্বেতশরীরে বারুদের চাষাবাদ

চেয়েছি কুয়াশা পেরিয়ে 

উড়ে যাক সারসের গণমিছিল- ঝরে যাক 

রক্তের বদলে অগণিত রক্তজবা…

অথচ সৃষ্টির নামে সভ্যতাই ভাঙছো নিয়ত

কালের তালপুকুরে বন্দী করছো শতরঙা প্রজাপতি।

একদিন তোমরাও গিলবে সময়ের বিষটোপ

আর ঘরকুনো ইঁদুরের মত পেরোবে মুমূর্ষু অবসাদ…

মন্তব্য: