হাসান সাব্বির – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিরোনামহীন

তিন
অল্প একটু কথার বর্ননা শুধু
বিরহের কথন-
ইচ্ছে করলেই এখন আর ঘুড়ি ওড়ানোর গল্প হবে না-
হবে না কবিতার সাথে রাতের অভিসার! দূরে যায় মন-
হৃদয়ে তবু থেকে যায় প্রেম!
বিচ্ছেদে যার নাম বিরহ।

অহরহ ইচ্ছের মৃত্যু- কল্পনার আত্মহত্যার খবর পত্রিকার পাতায়-
কখনও কখনও কেন জীবনের গল্প এত করুণ?
চোর যখন সাধু সাজে- বিক্রি হয়ে যায় আদর্শ, নীতি-নৈতিকতা…
আকাশে পায়রা উড়িয়ে কি লাভ!?
আশায় আশায় আর কতকাল-
নিরাশার নীল জলে ভেসে গেছে কত-শত স্বপ্নের সোনালী রোদ্দুর!
শিউলি, শেফালি-কে কার খবর রাখে…

চলতে চলতে পথ কখন যে হারিয়ে গেছি অন্ধকারে…

আট
..উড়ে যাচ্ছে ওড়না
হাওযার দুষ্টুমিতে
উড়ে যাচ্ছে দৃষ্টির প্রতিভা
দেখে নিয়ে কুমারী বুকের রহস্যময় উত্তপ!
আলো-ছায়ার যুগোলবন্দী-
প্রেম আর প্রণয়ে মাতাল!

ঠোটে ঠোটে যখন মধুর-বিষ আস্বাদ…
নেশার মতো তীব্র ঘোর- অস্থিরতা-
কলসের কথা মনে পড়ে-
জলের কলস!

মন্তব্য: