আফরোজ জাহান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

যা হতে চাইনি

আমিতো পাথর হতে চাইনি
হতে চাইনি পম্পাই সভ্যতা ঢেকে দেওয়া জ্বলন্ত লাভা
জলোচ্ছ্বাস, সাইক্লোন, ভূমিকম্প-
পূণ্যভূমি জাপানে হামলে পড়া তস্কর লিটলবয়-
এসব কিছুই হতে চাইনি আমি।

কুমোরের শিল্পী হাতে একদলা মাখন-কাদা
না হয়, লড়াকু কৃষকের একটুকরো স্নেহের ফসলী মৃত্তিকা,
নিদেনপক্ষে, সাগরের চুম-খাওয়া বর্ণিল ঝিনুকের বাহুবদ্ধ

চকচকে এক চিলতে বেলা-ভূমি-
ব্যস, এই ছিল আজীবন আরাধ্য…
আমায় পুড়িয়ে ইমারত বানালে কেন?

তাহলে তোমরাও কাঁদো

তাহলে তোমরাও কাঁদো, গ্যালারিতে বসে বিদেশি অপ্সরী?
ক্রিকেটের একটা হার-
তাতেই স্বর্গপাত?

ভেবেছিলাম গঙ্গা যমুনার মতো দুকূল কেবল
তৃতীয় বিশ্বের দরিদ্র কোটরাগত চোখ!

মহবীর ক্রিকেট। কি করলে আজ?
এ্যাটো কাদায় আকণ্ঠ ডুবে থাকা বস্তিবাসিনীকে মেশালে
অন্সরার গণ্ডদেশে!
ভরা বর্ষায় নদীপথ যেভাবে মিশে যায় দিগন্ত মাঝে
পরিত্যক্ত কিংবা আগত তীর হয় অদৃশ্য- উধাও…

মন্তব্য: