নিষাদ নয়ন এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

জলকাদার শ্যাওলা প্রেম


শীতের স্বাস্থ নদীর জলে
দেখা যায় অগভীর তলদেশে
মাটির জলকাদা প্রেম
অন্তঃশলীলের টলমল… কুলকুল… কলকল
আর চাঁদনি রাতে পূর্ণচন্দ্রের প্রতিরূপে
লিপো’র মতো বিশ্মিত মন
মুহূর্তেই হয়ে ওঠে মৃত্যু্রবণ

তারপর শুকিয়ে যায় নদীজল
জলকাদা হয়ে ওঠে মাটি
প্রতিবছর বর্ষার প্লাবনে
নদী ফিরে পায় যৌবনের পূর্বরাগ
বালিকারা হয়ে যায় ছয়-চার কলায় পরস্ত্রী

বলাকা প্রেমিক

একাঝাক বলাকা ফিরে যায় নীড়ে
বুকভরা ভালবাসা নিয়ে
শরীরে সারাদিনের ক্লান্তির ছায়া
তবুও উড়ে যায় একসাথে অটুট বন্ধনে
ধরা পড়ে ব্রাত্য কবিচোখে
দু’হাত দিগন্ত নিলীমায় মেলে
কার কাছে ছুটে যাও তুমি
তখনও বিভোর কবি গোধূলির প্রেমে
তারপরও ভিক্ষা চাই বলাকার প্রেম
বলাকা, ভালবাস ঠিক আছে
তার বেশি চেওনা আমার কাছে

মন্তব্য: