সাগর জামান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

তোমার আদর্শ আলোয়



আমার চৈতন্যের প্রতিটি পথ
তোমার আদর্শ আলোয় উদ্ভাসিত
এ পথে মুক্তিযুদ্ধের অহংকার নিয়ে
সগৌরবে এগিয়ে যাওয়া
জানা নেই কতোটা অগ্রসর হতে পারবো
আমার যাত্রাসীমা কতোটা দীর্ঘ হবে

আমার কোন সহযাত্রী নেই
প্রয়োজন নেই কারো সঙ্গ
আমি নিঃসঙ্গতার শূণ্যতায় ভর দিয়ে
এগিয়ে যাবো একা, নির্বিকার,..

আমি একাই এ পথের দ্যুতিময়তায়
উদ্দীপ্ত হতে চাই।


আমি আর আমার কবিতা

জীবনের প্রধান কবিতাটাই
ভুল বানানে লেখা হয়ে গেছে…

সেই থেকে শব্দগুলো লাবণ্যহীন
অসুখের ভােগান্তিতে বিষণ্নতার বিপত্তি নিয়ে
কবিতার নান্দনিক সৌন্দর্য আর ছন্দময়তা
পালিয়ে বেড়ায়, হারিয়ে যায়
বিকেল যেমন সন্ধ্যার গতির গহনে
হারিয়ে যায় সেরকম হারাচ্ছে সব
সবাই নয়, কেবল আমি আর আমার কবিতা…

মন্তব্য: