অনিল দে মণি এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নির্বাসিত অধ্যায়

দুঃস্বপ্নেই খুঁজি স্বপ্ন বারবার
শাসনের বেড়াজালে বাস্তব স্বাক্ষর..

ছন্দহীন বাজারের উর্দ্ধগতি
ট্যাক্স এর নীচে নগর জীবন
আর লোডশেডিং এর বিচিত্র রঙে
আমলার সাজে বিবর্তিত হয় ঘাতকের রূপ;
নিশেষিত হয় আবীর মাখানো আকাশ মেকী সভ্যতায়…

আধুনিকতার পরিমাপে বেমানান প্রেম; চারদিকে উন্নতির জোয়ার!
য্যানো অস্তগামী সূর্যের প্রহসন!
সংক্রমিত ব্যাধিতে বিদেহী সক্রেটিস!

চূড়ীদার সেজে বসে থাকে চুরি যাওয়া যৌবন
পর্নোগ্রাফী আর ইয়াবার চোখে ভাসে অচেতন শরীর
মোবাইল ভাষায় রপ্ত করে বেশ, নাগরিক ডেটিং …!

রকমারী হাসে বোবা ঈশ্বর, সৃষ্টিরা বন্দী এ্যাকুরিয়ামে
অসহায় কাদে প্রগতি প্রেম; নির্বাসিত কাদে জীবনানন্দ-
রূপসী বাংলাদেশ।

মন্তব্য: