নাসিরুল ইসলাম এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুখচ্ছবি



চেনা মুখ, চেনা ছবি, চেনা ফুলের গন্ধ, ক্রমশ হারিয়ে যাচ্ছে
আর আরব সাগর তীরে যে মাতাল রাত্র প্রতিদিন মাথা কোটে
শুধু তার কাছে জমা রেখেছি আমার চেনা আকাশখানা
তোমরা মৃত জেনে যে যুবককে ফেলে রেখে গেছ যুদ্ধে
তোমরা অক্ষত জেনে যার হাত থেকেক কেড়ে নিচ্ছ খঞ্জর
তোমরা মাতাল জেনে ভেঙ্গে ফেলেছো যার সুরার পাত্র;
আবছায়া অন্ধকার ঠেলে প্রতিদিন তোমাদের মুখচ্ছবি আঁকতে-
বসে সে, এই অন্ধকার সমুদ্রের আঁচল খুলে প্রতিদিন-
আঁকতে বসে তোমাদের মুখচ্ছবি
আর কোন ছবি তাকে আঁকতে বোলনা।

মন্তব্য: