নিরোদ ঘোষ – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শব্দ পঙ্ক্তিতে বিরহ বেদনা

বেদনা যখন ফুরিয়ে যাবে শব্দ হবে রাত্রির বলাকা

তুমি বিরহ বেদনার এক গুচ্ছ শব্দ পঙ্ক্তি। 

আমাদের বৈকালিক আশা চিরকাল স্বপ্ন হয়ে থাক্

অবিরত শোকগুলো আমার দহনে নিঃশেষ হয়ে যাক\

আমার শব্দের প্লাকার্ড বহন করি শুধুই

এক দূবৃর্ত্ত আশা ভর করে যার পরিণতিতে ভোগ করি 

শব্দ পঙ্ক্তিতে বিরহ বেদনা।

সেই মহান দিন সমুদ্র অভিমান ভুলে যাবে, 

              যে জল সায়র শব্দ পঙ্ক্তিতে পড়বে বাঁধা।

মন্তব্য: