জাহাংগীর খান- এর পদ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

জমবে আবার

অনড় পাথরগুলো আবার গড়িয়ে দেব পাহাড়ী ঢলে

আমাদের নদীগুলো আবার ভরিয়ে দেব নীলাভ জলে

আবার জমবে জলের কেলী সাথে নিয়ে সখীদলবলে

আমাদের বন-উপবন আবার ভরিয়ে দেব ফুলে ও ফলে

আবার অঞ্জলী ভরে করবো পান, গোপনারীর বুক থেকে যেই সুধা গলে।

পূর্বাভাস   

ঘাটের পথে কূলনারী করে না যেন তাড়াতাড়ি

পিছল পথে ফস্কে না যায় পাও

ঝোপের আড়ালে বসে শিকারী বিড়ালে গোঁফে দিচ্ছে তাও

বাগে পেলে চুপে চুপে খেয়ে যাবে ফাও।

মন্তব্য: