অনিল দে মনি – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিবর্ণ অন্ধকার

বিবর্ণ অন্ধকারে পাঁজর ভাঙ্গে-চলে নষ্টামির খেলা

জীবনের পরতে পরতে সিঁড়ি ভাঙ্গে কালবেলা।

অদৃশ্য ছায়াপথে চলে নিশাচর

            হায়েনার দাঁতে আদিম লিপ্সা

            অন্ধ উন্মত্ততায় মৃত্যুর থাবা

কৃষ্ণচূড়া হোলি খেলে রাজপথে

হরতাল, নৈরাজ্যের সীমারেখায় ঘুমন্ত শ্রমিকের 

লাশের মিছিলে অগ্নিস্ফুলিঙ্গ স্বশরীরে দানা বাধে 

আত্মদাহের রোষানলে অর্থনীতি

শেষ বিকালের পড়ন্ত বেলায় দুঃস্বপ্নের কান্না 

                রুদ্ধ হয় মানবতা

বিপন্ন পাখিরা ডানা ঝাপটায়               

                সমাহিত মানব দানবের হাতে

রাজনীতির লেবাসে উল্লসিত ঘাতক ক্ষমতার অট্টালিকায় 

আঁকে সৌন্দর্যের কারুকাজ, আমলারা মেতে ওঠে নীলনক্সায়

নির্লজ্জ বক্তৃতায় দিকভ্রান্ত নগরজীবন

                খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে নগরসভ্যতা

মন্তব্য: