কাজী কল্লোল- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

গ্রীষ্মের পংক্তিমালা   

এক একটা দুপুর অপার্থিব ভালবাসার ঝর্ণাজলে নেয়ে উঠতো তখন।

বাগানের সবুজ মাড়িয়ে, নিঃশব্দে তোমার শুভ্র পা দুটো দরজায় 

দাঁড়াতো এসে- মিহি ঘাম রুমালে মুছে- একটু থেমে, লহমায় মন্থরিত

            বাতাস তোমার উন্মাতাল মৃগনাভীর গন্ধে বয়ে যেত।

অগোছালো ঘর আমার, মুহুর্তমাঝে তোমার হাতে পরিপাটি-কাটো সিঁথি,

বুকে শীর্ণ আঙুল চেঁপে ধ’রে আমার বেহায়া বইগুলো রঙীন;

জানালার আকাশে তখন অবেলার কোকিল, বুনো গোলাপের গান

       আর আমি- লোভাতুরের মতো মুহুর্তগুলো পান করি গন্ডুষে।

পুরনো ঘরটিতে ফিরে আসি যখন, স্মৃতিকাতর চোখে দেখি

এখনো দেয়ালে, লেখার টেবিলে, শার্টিনের পর্দায় স্বপ্ন লেগে আছে

ওদের গায়ে আলতো আদর বুলাই- দেখি আঙুলের ডগায় স্বপ্নরেণু

     ভেতরের বাহান্ন দরজা খুলে যায়- শোলা ডোবে, পাথর ভাসে।

পূনর্বার স্বপ্ন দেখবো বলে আবার এসেছি, সেই ঘরে যেখানে তুমুল 

                  বসন্তের চুম্বনগুলো স্মৃতি হয়ে আছে।

মন্তব্য: