আফরোজ জাহান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পুত্রবাজ পিতারা

মানুষের হৃদয় শুক্তির মত

গভীর বিশ্বাস আর ভালবাসার রঙীন প্রলেপ 

তাকেও একদিন নান্দনিক ঝিনুক বানিয়ে দেয়।

যদি কোনদিন বিশ্বাস আর ভালবাসায় ফাটল দেখা দেয়-

অবহেলার তীব্র যন্ত্রণায় বিচ্ছিন্ন হয় রঙিন খোলস

সতেজ শুক্তি মেনে নেয় অসহায় মৃত্যু

যেমন জীবন্ত মরে যায় পুত্রবাজ পিতারা

বঞ্চিত কন্যার বিক্ষত হৃদয় থেকে…

বন্ধু তুমি ঘুমাও সুখে

বন্ধু তুমি ঘুমাও সুখে কল্পসিন্ধুতে

আকাশ থম থম, মাটি ফুটন্ত লাভা

ঝুলন্ত বাবুই শিল্প বাতাসের রাঙা চোখে দিশেহারা

দরিয়ায় বিপন্ন মাঝি ভুলে গেছে ভাটিয়ালী

পাটাতন থৈ থৈ বানভাসী রাক্ষুসে ছোবলে

বন্ধু, তুমি ঘুমাও সুখে কল্পসিন্ধুতে

মাঠে মাঠে উদ্বিগ্ন কৃষক

শুন্য উঠোনে মাথা কুটে দিন গোনে

ঝড়ের হিংস্র থাবায় সোনালী ধান সমাহিত হয় মাতৃস্তনে

শ্রমিকের ঘামে ভেজা নোট লোটে কর্পোরেট এনজিও 

বন্ধু তুমি কি এখনও ঘুমাবে কল্পসিন্ধুতে?!

মন্তব্য: