অরবিন্দ চক্রবর্তী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

হলুদশাড়ি লালপেড়ে স্যালুট

এই দাঁড়িয়ে থাকার গোপনে তোমার প্ররোচনা আছে।

ও বিষন্নমুখ বালিকা, তোমাকে হলুদশাড়ি লালপেড়ে স্যালুট।

আমার করতলে থৈ থৈ উড়ে গেছে যে নদী তারও আছে বিশ্ব অতিক্রমণের ওপেনসিক্রেট ইশারা। ডিজে ও এফ এম এর আহ্লাদে ডুবে যেতে পারে সে। দ্যাখো, মাঝি নিরঞ্জনের কেরেসমাতিতে ধাবমান দাঁড়িয়ে আর আমিই দশদিগন্তের কেন্দ্র। আমাকে ঘিরে প্রেত ও পরীরা কোলাভেরী নাচে। জলহোলি হাসি বাজায়। ফুল ফোটার প্রন্তুতিভোরে ছুঁয়ে দিতে বলে সম্ভ্রম। 

অথচ আমি এক সোনা বিজয়ী হ্যাদারাম, এতসব উৎসবের মাঠে ফোটাই জোনাকঅন্ধকার।

মহিমা 

যে টিলায় দাঁড়িয়ে ডাকছ তার ডাক নাম মহিমা

ইচ্ছা হলেই হাত বাড়াতে পারি

এখন শৈশবের পাশে মন খারাপ দিনে 

সাপলুডু খেললি,পাশমুখে মই

কেউটে ভালবাসি বলে হেদারামের মতো চাই

         এক দান…

মন্তব্য: