গাজী শাহিদুজ্জামান লিটনের ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

গাজী শাহিদুজ্জামান,  ডাক নাম লিটন। জন্ম ২৮ জুন ১৯৬৮, বর্তমান রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলাধীন দক্ষিণবাড়ি গ্রামে; মামাবাড়িতে। পৈতৃক নিবাস রাজাপুর। পিতা গাজী খােরশেদুজ্জামান ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ। মা হাসিনা জামান ছিলেন একজন সাহিত্যপ্রিয় গৃহিণী। তাই কৈশাের থেকেই তিনি সাহিত্য ও সাংবাদিকতার সাথে জড়িয়ে পড়েন। বর্তমানে ফরিদপুরে আইন পেশায় নিয়োজিত। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তিনি লেখালেখি করেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িয়ে আছেন। সাম্প্রদায়িকতা, দুর্নীতি, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে তিনি সােচ্চার। তার প্রকাশিত পুস্তক/পুস্তিকা- ‘চেনা বন্দর অচেনা সময়’, ‘এই যে শােনাে মেয়ে’, ‘বর্ণভেদের শিকল ভাঙাে’, ‘সীমান্ত কার প্রয়ােজনে?’, ‘কোথা সুন্দর?’ ‘Learn English Book-1’. ‘এই যে শোন মেয়ে’ ছড়ার বইটি প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালে।  দ্বিতীয় প্রকাশ ২০০৯ সালে। বইটির উৎসর্গটি এমন-

হাত বাড়িয়ে

কেউ কি নেবে 

আমার ভালোবাসা?

কেউ যদি নেয়-

তাকেই দিলাম, 

চুপ ছিল যে ভাষা।

‘এই যে শোন মেয়ে’ বইটির ছড়াগুলো মূলত প্রেম আর অভিমানেরই অনন্য প্রকাশ।

এইযে শােন মেয়ে

এইযে শােন মেয়ে,

ভালােবাসায়

ক্যানাে আমার

হৃদয় দিলে ছেয়ে ?

এখন আমার

আগের মতাে

কাটবে কি আর দিন ?

কেমন করে

শুধবাে তােমার

মেঘ গলাবার ঋণ ?

চুপি চুপি যাই বলে

কতৃতাে তােমার

হাত ছুঁয়েছি,

তােমার চোখে

চোখ রেখেছি।

ঠোঁট নেড়েছি

হয়নি তবু

বলতে যা চাই বলা।

তােমার খোঁপায়

ফুল গুঁজেছি,

স্বপ্ন দেখে

চোখ বুঁজেছি,

হয়নি দেখা

শুধুই তােমার

গহীন হৃদয় তলা।

সময় অনেক পাল্টে গেছে

– পাহাড় নাকি ঝর্ণা নেবে তুমি?

আকাশ নাকি জিঞ্জিরাতে

দুই বিঘেটাক জমি?

পাথর নাকি ফুল?

মুক্তো নাকি,

ধুনচে হলুদ দুল?

-থামবে তুমি? তত্ত্ব রাখাে ঢেকে,

চোখ দুটোতে আর রেখােনা

কাব্য-কাজল মেখে।

স্বপ্ন গাঁথার রাজ্য ছেড়ে

পথের ধুলােয় এসাে।

মুক্তো-মানিক পাথর পেয়ে

তবেই ভালােবেসাে।

স্পর্ধা

চাল-চুলােহীন বাউণ্ডুলে ছেলে,

স্বপ্ন দেখার সাহস কোথায় পেলে?

স্পর্ধা দেখে অবাক আমি তাের,

ভালােবেসে তাের সাথে কে

বাঁধবে প্রেমের ডাের ?

পাথর-হৃদয়

-পাথর-হৃদয়

ভালবাসায়

একটুও কি টলে?

-ঝর্ণাধারা

রয় লুকিয়ে

শক্ত পাহাড় তলে

খুঁজে বেড়াই

ভেঙে চৌচির বুক

রৌদ্র-ছায়ায়

খুঁজে বেড়াই

একটি চেনা মুখ।

চপল-কোমল

হাজার মানুষ

ঢেউয়ের মাথায় ভাসে,

শূণ্য সহায়

একটি মানুষ

কেউ কি ভালােবাসে?

খেললে ফুলের খেলা

ভালােবাসি। তাও জেনে ক্যান্

হাত ছোঁয়ালে হাতে?

দুচোখ ভরা কান্না তােমার

তাতেই হৃদয় মাতে,

সব জেনে ক্যান আমার সাথে

খেললে ফুলের খেলা?

এখন আমার দিন কাটেনা

থমকে গেছে বেলা।

কোন দীঘিতে

পাইনে খুঁজে

পাইনে আভাস

উদাস শুধু ভাবি,

কোন দীঘিতে

লুকোও তােমার

হৃদয় খােলার চাবি?

কি আর হবে

“ময়নারে,

হবার যা নয় হয়নারে।”

দেরী করে কি হবে আর

পথের ধারে বসে?

আকাশ থেকে ফুল তারারা

পড়বে কি আর খসে?

তারচে’ ভালাে পথ চলা,

তারচে’ ভালাে পথ চলা।

কষ্ট পেলাম আকাশ দিয়ে

স্বপ্ন-সুখের লােভ দেখিয়ে

আকাশ আমার নিলে

কষ্ট ছাড়া তার বদলে

আর কি আমায় দিলে?

পুড়ে যাই এসাে

আমি পুড়ি

তূমি পােড়

পুড়ে যাক মাটি,

পুড়ে পুড়ে

আমাদের

প্রেম হােক খাঁটি।

মন্তব্য: