সাগর জামান

জাগতিক জীবনের নানা প্রতিকূলতা 

        পিছিয়ে দেয় কেবল

নিয়তির চোরাগলিতে হারিয়ে যায় সম্ভাবনার সব স্বপ্ন

তবু বুকের মধ্যে নির্জলা প্রেম নির্লজ্জ বেঁচে থাকে

তুমুল প্রেমের অপ্রতিরোধ্য প্রবাহে আমি ভেসে যাই

ভেসে যায় জীবন প্রেম বিতরণের ব্যাকুল আকাক্সক্ষায়

গতিময় হই

আমার গতিপ্রকৃতি ভীষণ পাল্টে যায় 

সব দুর্গতি পেছনে ফেলে আমি ছুটে যাই 

পালানোর প্রানান্ত চেষ্টা করি- পথ খুঁজে পাই না…

মন্তব্য: