সুদেব চক্রবর্তী – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ঘোর

ঢলানী সাকির চোখের অতলে মাছ শিকারি হতে গিয়ে 

মগজে ঢুকে গেল কসমিক সিগন্যাল,

তীর ছোঁড়ার মুহূর্তে চোখের বারান্দায় নেমে এলো কৈলাসকালের ভুলভুলাইয়া। 

অসাড় ইন্দ্রিয় সটকে গেলো নহবতের জৌলুস থেকে…

ঘুমের চাদরে মুড়িয়ে ষোলোকলা দেখানো ছলাকলা হাত বয়ে নিয়ে যাচ্ছে 

এই আগন্তুক শরীর।

এই ঘোরে ঘোর আনন্দ আছে বটে

ফিরে আসা যায় বলে,

মরে গিয়ে যদি ফিরে আসা যেত!

মন্তব্য: