সুদীপ্তার প্রতিবিম্বগুলো ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

সুদীপ্তার প্রতিবিম্বগুলো

ঘড়ির কাটায় ঘুরপাক খাচ্ছে গোধূলী;

প্রায়ান্ধকার জানালার পাশে শব্দহীন-শোকার্ত চোখ…
বোবা মুখেদের মৃদু হাসিগুলো
নীল দেয়ালের পটভূমিতে জোৎস্না হলে
কার কথা ভেবে উত্তাল হবে ঘুমন্ত কথারা!

এই যে এতদিন পরও- তোমার হাসিতে মুখরিত
আয়নার আত্মজীবনী…
প্রিয় প্রতিবিম্বকে চুমু খেয়ে খেয়ে বিকেল ফুরোলো আজও;

বিকেলের বদ্ধ ঘরে- বোবা নূপুরের প্রেতাত্মা! -একলা একা বাজো!

এখনও ঘুমাওনি তুমি

জ্বর আসছে…

তপ্ত তাওয়ার মতো তোমার শরীরে-জাঁকিয়ে বসেছে রোদ্দুর
পুড়ে যাচ্ছে অসমাপ্ত উচ্চারণগুলো,
ধূলোর সংসারে অতঃপর বিগত ব্যথা-ব্যর্থতার প্রলাপে
রাত জাগছে হতচ্ছাড়া হাতছানি ও একটা হন্তারক চোখ…

আরোগ্য কামনায় যদি কুয়াশার জায়নামাজ পেতে
মেতে উঠি প্রার্থনায়;
কখনও কান্নার স্বরে কতিপয় স্বপ্নের অসমাপ্ত জীবনী ঘেটে
জনৈক জন্মান্ধ এসে পথ দেখানোর ছলে
বেদনার্ত মুখের মানচিত্র চুরি করে চলে যাবে

মন্তব্য: