নকল ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

নকল

খাতায় খসানো কবিতার কাঁচাপাকা স্বর
ব্যাকরণ ব্যারাকে কড়া পাহারা
হিসাবের টালীতে বকেয়া অনেক
ধোঁয়া ধোঁয়া সামনের দেয়াল-মহাকাল।

নতুনত্ব নেই, সৃষ্টি নেই, নকল, জাল,
তবুও চর্চা অবিরাম বিরতিহীন
আশা খ্যাতি যশ-
আসলে জ্ঞান বালুসার মতো ফল।

বেদে অতঃপর বিলীন

কোন ঘাটে দেও শিঙ্গা কোন ঘাটে নাও
কোন ঘাটে রাঁধো- কোন ঘাটে খাও।

তোমার নাওয়ের গলুই ছাদে বাক্সবন্দী সাপ
কম রুজি এনেছে বউ দিওনা তারে ঠাপ।

মায়া শালিক ঘুমায় আগায় তোমরা আছো পাছায়
জল জোনাকী ঐ যে দূরে কি কথা কয় হাওয়ায়।

নাও দোলে স্বপ্ন দোলে পোটলায় ঘুমায় সুখ
রুজি রোজগার ভাল হবে দেখলে দেবীর মুখ।

সুখের সীমা হারিয়ে গিয়ে দুঃখ নামে জোরে
কান্নার সুর বেড়েই চলে বেদের বহরে।

শিঙ্গা ফুঁতে ভাত জোটেনা সবাই এখন চালাক
বাঈদানীরাও এই পোশাকে দিয়ে দেয় তালাক।

যাও হারিয়ে হও যে বিলীন মনে নিয়ে কষ্ট
বেদের বহর দক্ষিণে আর সময় করেনা নষ্ট।

মন্তব্য: