সাইফুল ইসলাম হীরক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মিথ্যে

কত সুন্দর করে, করে যাই অভিনয়

মনেই থাকেনা, কে কতটা কাছের ছিল

কে দূরের, আর কে কী হয়…

সব ভুলে অনর্গল মিথ্যের উপর ভর করে চলতে

জাগে না কোন সংশয়

কীসের জন্য? কার জন্য? ভেবে দেখার সময় কোথায়!

এখন দু’হাতে পাপের পাহাড় গড়তে ভীষণ ব্যস্ত আমি।

যখন সময় এলো ভাবার

তখনই ডাক্তারের প্রেসক্রিপশান

গাড়ি ছেড়ে হেঁটে চলা আর সকাল-রাতে দু’টো করে রুটি…

পাপের পাহাড় ভাসছে; ভাসছে উত্তরাধিকারী 

সন্ত্রাস, নেশা, মিথ্যে রাজনীতি আর বুলিসর্বশ্ব দেশপ্রেমের স্রােতে।

মন্তব্য: